৩নং উরফা ইউনিয়নে কোনো সমাজ সেবা অফিস নেই তবে উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে উক্ত ইউনিয়নের জনগণ সমাজ সেবা বিষয়ক কার্য সম্পাদন করে থাকে। উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা সমাজসেবা কাযার্লয় নকলা, শেরপুর।
পল্লী সমাজ সেবা কাযর্ক্রম, পল্লী মাতৃকেন্দ্র কাযর্ক্রম, এসিড দগ্ধ মহিলা ও শাররীক প্রতিবন্ধিদের পুন বাসন কাযর্ক্রম, প্রবশন আফটার কেয়ার কর্মসূচী বাস্তবায়ন কাযর্ক্রম, আবসন কার্যক্রম, বয়স্ক ভাতা কার্যক্রম, অস্বচ্ছল প্রতিবন্ধিদের মধ্যে ভাতা কার্যক্রম, প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও উপবৃত্তি কাযর্ক্রম, মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা কাযর্ক্রম, বিধবা ও স্বামী প্ররিত্যক্ত মহিলাদের ভাতা কাযর্ক্রম স্বেচ্ছাসেবী সামাজ কল্যাণ সংস্থ্যা সমূহ নিবন্ধন তত্ত্বাবধান, বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান, সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থা সমূহে অনুদান প্রদান সহায়তা।
সেবা সমূহঃ
|
পল্লী সমাজসেবা কাযর্ক্রম |
পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম |
এসিডদগ্ধ ও প্রতিবন্ধিদের মাঝে ঋণ কার্যক্রম |
প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচী বাস্তবায়ন |
আশ্রয়ন/ আবাসন কার্যক্রম |
বয়স্কভাতা কাযক্রম |
অসচ্ছল প্রতিবন্ধি ভাতা কাযক্রম |
অসচ্ছল প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান |
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা |
বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুস্থ মহিলা ভাতা কমসূচী |
স্বেচ্ছাসেবী সামাজ কল্যাণ সংস্থ্যা সমূহ নিবন্ধন তত্ত্বাবধান |
বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান |
সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থা সমূহে অনুদান প্রদান সহায়তা |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS